তেজপাতা দিয়ে মশা তাড়ানোর উপায়
তেজপাতা দিয়ে মশা তাড়ানোর ঘরোয়া উপায়
আজকাল মশার তাড়াতে আমরা কতই কিছু না ব্যবহার করি আমাদের শহর গ্রামে দিন দিন মশার
উপস্থিতি বেড়েই চলেছে , আর এই মশার কামড়ে বিভিন্ন রোগ হচ্ছে তাই আমাদেরকে জানতে
হবে যে মশা তাড়ানোর কিছু ঘরোয়া উপায়।মশা তাড়াতে আমরা কত কিছু না ব্যবহার করি
অথচ এমন রাসায়নিক উপাদান আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর অথচ ঘরোয়া কিছু
উপায় আমরা মশা তাড়াতে পারি ।যা আমাদের মশা তাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করবে ও খরচ বাচাবে তাহলে চলুন আর দেরি না করে এক্ষুনি পড়ে আসা যাক মশা
তাড়ানো উপায়
পেজ সূচিপত্র: তেজপাতা দিয়ে মশা তাড়ানোর উপায়
তেজপাতা ও কর্পূর তেল দিয়ে মশা তাড়ানোর উপায়
লেবু ও লবঙ্গ দিয়ে মশা তাড়ানোর উপায়
ন্যাপথলিন ও কর্পূর দিয়ে মশা তাড়ানোর উপায়
তেজপাতা দিয়ে মশা তাড়ানোর উপায়
আরো পড়ুন:
আমরা প্রতিদিন কোন কিছু রান্না করার জন্য যে তেজপাতা ব্যবহার করি সেই তেজপাতা
থেকে কিভাবে মশা তাড়ানো যায় তা জানবো, একটি মাটির পাত্রে কিছু তেজপাতা নিব
তারপর গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালিয়ে ধোয়া তৈরি করব । যেখানে যেখানে মশার
উপস্থিতি বেশি সেখানে পত্রটি রেখে দিব আর এই তেজপাতা ধোঁয়া মশা সহ্য করতে পারে
না, আর তেজপাতার ধোঁয়া আমাদের কোনো ক্ষতিও করে না তাই বলাই যায় যে তেজপাতা
দিয়ে মশা তাড়ানো এটি একটি খুবই উপকারী দিক।
তেজপাতা ও কর্পূর তেল দিয়ে মশা তাড়ানোর উপায়
প্রথমে আমাদেরকে কয়েকটি তেজপাতা কর্পূর তেল ও একটি মাটির পাত্র নিতে হবে। মাটির পথ পাত্রের উপর তেজপাতা রেখে তার ওপর কর্পূর তেল ছিটিয়ে দিতে হবে , সেখানে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করতে হবে আর এই ধোঁয়া মশার জন্য খুবই কষ্টকর, মশা সেখানে থাকতে পারেনা আর এই ধোয়া আমাদের কোনো ক্ষতিও করে না তাই যেখানে মশার উপদ্রব্য বেশি আমরা সেখানে তেজপাতা ও কর্পূরনের তেল ব্যবহার করে মশা তাড়াতে পারি।
আরো পড়ুন:
লেবু ও লবঙ্গ দিয়ে মশা তাড়ানোর উপায়
আমাদেরকে একটি লেবু মাঝখানে কেটে নিতে হবে কাটা অংশের উপর কিছু
লবঙ্গ বসিয়ে দিতে হবে আর যেখানে যেখানে মশার উপদ্রব্য বেশি সেখানে লেবুটি
রেখে দিতে হবে এখান থেকে যে গন্ধ তৈরি হয় সেই গন্ধে মশা টিকতে পারে না আর
এভাবেই আমরা খুব সহজেই মশা তাড়াতে পারি লেবু যতদিন শুকনো থাকবে সেখানে
ততদিন মশা আসতে পারবে না
ন্যাপথলিন ও কর্পূর দিয়ে মশা তাড়ানোর উপায়
আমাদেরকে বাজারে মুদিখানা দোকান থেকে ন্যাপথলিন ও কর্পূর নিতে হবে
তারপর ছোট্ট একটি প্লাস্টিকের বোতল নিতে হবে বোতলটির সাইটে ছোট ছোট ছিদ্র
করতে হবে এরপর সেখানে ন্যাপথলিন ও কর্পূর দিয়ে বোতলের সিপিটি লাগিয়ে দিতে হবে
তারপর যেখানে যে মশা বেশি বুঝা যায় সেখানে বোতলটি রেখে দিতে হবে আর এই ন্যাপথলিন
ও কর্পূনের গন্ধ মশার সহ্য করতে পারেনা ।
রসুন দিয়ে মশা তাড়ানোর উপায়
একটি পাত্রে পানি ও কয়েকটি রসুনের দানা নিয়ে পানিটিকে ফুটিয়ে নিতে হবে এরপর একটি স্প্রে বোতলে করে ঘরের যেখানে মশা বেশি দেখা যায় সেখানে বোতলের পানিতে স্প্রে করতে হবে । আর রসুনের পানির গন্ধ মশার সহ্য করতে পারে না এখান থেকেও খুব সহজে আমরা মশা তাড়াতে থাকি ও বিভিন্ন প্রকার রোগমুক্ত থাকতে পারি।
আরো পড়ুন:
মশা তাড়াতে পুদিনা পাতার ব্যবহার
একটি ছোট পাত্রে পানি নিয়ে সেখানে চার পাঁচটি পুদিনা পাতার দিয়ে ঘরের
একটি কোণে রেখে দিন আর এই পুদিনা পাতার গন্ধ মশা একেবারে সহ্য করতে পারে না। তাই
বলায় চলে যে আমাদের সমাজ ও দেশে প্রতিদিন যে পরিমাণে মশা বাহিত রোগ ছড়ায় তা
থেকে অনেকাংশই রক্ষা পাওয়া সম্ভব তাই আমরা এ পদ্ধতি ব্যবহার করে অনেকটাই নিস্তার
পেতে পারি।
শেষ কথা
আমাদের দেশে প্রতিদিন মশার কামড়ে যে পরিমাণে মানুষ বিভিন্ন রোগে
আক্রান্ত হচ্ছে তার মধ্যে অন্যতম ডেঙ্গু ম্যালেরিয়া আরো বিভিন্ন পানিবাহিত
রোগ আমরা সে সকল দিক বিবেচনা করে, সাধারণ পল্লী গ্রামের মানুষের জন্য যারা কয়েল
অথবা বিভিন্ন স্প্রে কিনতে পারেনা আজকে আমাদের তাদের জন্য এই কন্টেন্ট লেখা
হয়েছে আশা করি আমার এই কনটেন্ট পড়ে আপনারা সকলেই উপকৃত হবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url