আল্লাহর রাসূল( সা:) এর একজন বিখ্যাত সাহাবী হলেন আবু হুরায়রা । ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুর রহমান। তার পিতার নাম ছিল শাখর ও মায়ের নাম ছিল উম্মিয়া। তিনি বিড়াল ছানা বেশি বাসতেন তাই তাকে বিড়ালের পিতা বলে রাসূল ( সা:) একদিন ডেকেছিলেন।



নামকরণ:

তিনি একবার ঢোলা জামার আস্তিনের মধ্যে একটি বিড়াল ছানা নিয়ে রাসূল সাঃ এর সামনে আসলেন। হঠাৎ বিড়ালটি সকলের সামনে বেরিয়ে আসলো রাসূল( সা:) তাকে মজা করে রসিকতা করে বললেন ইয়া আবা হুরায়রা । তখন থেকে তাকে আব্দুর রহমান না ডেকে আবু হুরায়রা বলে ডাকত , তিনি নিজেও এ নামটি পছন্দ করতেন।

হাদিস বর্ণনাকারী:

আবু হুরায়রা নিজে বর্ণনা করেছেন তিনি রাসুল সাঃ এর কাছ থেকে শুনেছেন তিনি সর্বাধিক অধিক হাদিস বর্ণনা করি তিনি ৫৩৭৩ হাদিস বর্ণনা করেছেনআবু হুরায়রা (রা) আহলে সুফফার একজন সদস্য ছিলেন অনেক সাহাবী বিভিন্ন ব্যবসা করত কিন্তু আবু হুরায়রা কোন ব্যবসা করত না তিনি বলত যে আমার খাবার ব্যবস্থা হলেয় রাসুল( সা:) থাকতাম আর হাদিস

 মুখস্ত করতাম তিনি যাই বলতো তাই সাহাবীদের মাঝে বর্ণনা করে পৌছে দিতাম , শুরুতেই উনি এত হাদিস বলতে পারতেন না একদিন রাসুল( সা:) কে বললেন ইয়া রাসূল( সা:) আমি আপনার কাছে এত হাদিস শুনি কিন্তু মনে রাখতে পারি না তখন রাসুল সাঃ তাকে বলল যে তুমি তোমার চাদর বিছিয়ে দাও তখন তিনি চাদর বিছিয়ে দিলেন রাসূল ( সা:) সেই চাদরের মধ্যে হাত বুলিয়ে দিলেন বললেন এই চাদর গায়ে দাও সে চাদর গায়ে দিল তারপর থেকে আর কোনদিন হাদিস ভোলেননা 

ইসলাম গ্রহণ:

আবু হুরায়রা রা: তিনি 629 খ্রি: সপ্তম হিজরীতে মদিনায় ইসলাম গ্রহণ করে তখন তার বয়স ছিল আনুমানিক ৩০ বছর ছিল ।

যুদ্ধে অংশগ্রহণ:

তিনি ইসলাম গ্রহণের পরে কতগুলি যুদ্ধ হয়েছে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ এমন কোন যুদ্ধ নেই যে যুদ্ধে রাসূল সা: এর সাথে তিনি অংশগ্রহণ করেন নাই

ইসলামের দাওয়াত:

তিনি ইসলাম গ্রহণ করার পর তার মাকে ইসলামের দাওয়াত দিলেন তার মা অস্বীকার করত একদিন তার মাকে রাসুল সা: এর প্রতি ঈমান আনার জন্য বললেন তখন তার মা রাসুল( সা:) এর প্রতি অস্রাব্য ভাষায় গালি দিল তখন সে দুঃখ ভরা মন নিয়ে রাসুল( সা:) এর দরবারে উপস্থিত হলেন তিনি বললেন আমি সর্বদাই আমার মাকে দাওয়াত দিতাম

আমার মার দাওয়াত মানতো না বরং রাসূল সাঃ কে গালি দিত। সে বলল ইয়া রাসুল( সা:) আমার মায়ের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করেন রাসূল সাঃ এর দোয়ার বদলতে তার মা ইসলাম গ্রহণ করে ।

হাদিস শাস্ত্রে তার অবদান :

আবু হুরায়রা এত অধিক পরিমাণে হাদিস মুখস্ত করেছিলেন তার মোট হাদিস সংখ্যা ছিল৫৩৭৪ টি

ইন্তেকাল:

আবু হুরায়রা ৫৭ মতান্তরে ৫৮/৫৯ হিজরীতে ইন্তেকাল করেন জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়















এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url