পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সঠিক নিয়ম


নামাজ এমন একটি ইবাদত যা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। পবিত্র আল কুরআনে মহান আল্লাহ তায়া আলা নামাজের কথা ৮২ বার বর্ণনা করেছেন । আমাদের প্রিয় নবী(সা:)  নামাজ পড়ার কথা বারবার বলেছেন । তাই সঠিক নিয়ম জেনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে।

সঠিক নিয়ম  না জেনে নামাজ পড়লে নামাজ হবে না । তাই আজকে আমরা জানবো কিভাবে নামাজ পড়তে হয়, ও নামাজের মধ্যে দোয়াগুলি, তাহলে চলুন আর দেরি না করে জেনে নেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সঠিক নিয়ম।












নামাজ পড়ার শর্ত:

নামাজ পড়ার জন্য প্রথমে পাক ও পবিত্র হতে হবে।
কাপড় পবিত্র হতে হবে। অজু করতে হবে।
পবিত্র স্থানে নামাজ আদায় করতে হবে।

 ফজর ২ রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ম ঃ

প্রথম ঢাকা
আপনাকে প্রথমে মনে মনে দুই রাকাত ফরজ ফজরের নামাজের নিয়ত করতে হবে।
এরপর ছানা পড়বো ছানা শেষে আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে এবং তার সাথে একটি সূরা মিলিয়ে পড়তে হবে। পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে।রুকুতে গিয়ে তাসবি: বাংলা উচ্চারণ” সুবহানা রাব্বিয়াল আযিম । কমপক্ষে তিনবার সাতবার পাঠ করবে। যত বেশি পারা যায় ততো বার পাঠ করবে।
এরপর আল্লাহু আকবার বলে সিজদা যাব।সিজদা থেকে উঠে বসব এরপর আল্লাহু আকবার বলে আবার সেজদায় যাব।২ টা সিজদা শেষ হলে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবো। হাত বাঁধবো

দ্বিতীয় রাকাত
এরপর দ্বিতীয় রাকাতে আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুরা ফাতেহা >এবং তার সাথে আরেকটি সূরা মিলাবো। সূরা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবো রুকুর তাসবীহগুলি পাঠ করব রুকুর তাজবীদ শেষ হলে। সামি আল্লাহ হুলিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো, আল্লাহু আকবার বলে সিজদায় যাব । সিজদা তাসবীহগুলি পাঠ করব। দুইটি সিজদা দেওয়া হলে উঠে বসবো ও তাশাহুদ পাঠ করবো।  তাশাহুদ পড়া শেষ  দরুদ শরীফ পাঠ করব।

এরপর দোয়ায়ে মাসুরা পড়া শেষ হলে । ডানদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাবে> আবার বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ । এভাবে দুই রাকাত নামাজ শেষ করবে।

জোহর ৪ রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ম

প্রথম রাকাতঃ
আপনাকে প্রথমে জোহরের ফরজ চার রাকাত নামাজের নিয়ত করতে হবে তারপর আল্লাহু আকবার বলে। দুই কানের লতি বরাবর হাত উঠাতে হবে ছেলেরা নাভির নিচে ও মেয়েরা বুকের উপর হাত বাঁধবে এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে ছানা পাঠ করবে। ছানা শেষ হলে সূরা ফাতিহা ও একটি সূরা মিলাবো সূরা পড়া শেষ হলে। আল্লাহু আকবার বলে রুকুতে যাব এরপর রুকুর তাসবিহ পাঠ করবো। সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম কমপক্ষে তিনবার পাঠ করবো। পড়া শেষ হলে সামি  আল্লাহু হুলিমান হামিদা’রাব্বানা লাকাল হামদ বললে দারাব” এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবে।

সিজদার তাসবি:
বাংলা উচ্চারণ: সুবহানা রাব্বিয়াল আলা। কমপক্ষে ৩ বার পাঠ করবে সাতবার ২১ বার যত বেশি পারা যায় পাঠ করবো।এরপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে বসব এরপর আল্লাহু আকবার বলে আবার সেজদায় যাব। সিজদা শেষ হলে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবো। হাত বাঁধবো

দ্বিতীয় রাকাত
এরপর দ্বিতীয় রাকাতে আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুরা ফাতেহা এবং তার সাথে আরেকটি সূরা মিলাবো। সূরা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবো রুকুর তাসবীহগুলি পাঠ করব রুকুর তাজবীদ শেষ হলে। সামি আল্লাহ হুলিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো, আল্লাহু আকবার বলে সিজদায় যাব । সিজদা তাসবীহগুলি পাঠ করব। দুইটি সিজদা দেওয়া হলে উঠে বসবো ও তাশাহুদ পাঠ করবো। তাশাহুদ পড়া  শেষ হলে  আল্লাহু  আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবো ।
তৃতীয় রাকাত
আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করব সূরা ফাতিহা শেষ হলে। আল্লাহু আকবার বলে রুকু তে যাবো। রুকুর তাসবিহ পাঠ করবো । তাজবীদ শেষ হলে, সামি আল্লাহু   ‍হুলিমাণ হামিদা> রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো।

আল্লাহু আকবার বলে সিজদায় যাব সিজদা তসবি পাঠ করব। সিজদার তাজবি শেষ হলে আল্লাহু আকবার বলে উঠে বসবো আবার আরেকটি সেজদা দিব সিজদা শেষ হলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবো। 

চতুর্থ রাকাত
আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করব ।
সূরা ফাতিহা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকু করব রুকুর তাসবিহ শেষ হলে সামি আল্লাহ হুলিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো> আল্লাহু আকবার বলে সিজদায় যাব সিজদার তাসবি শেষ হলে, আল্লাহু আকবার বলে উঠে বসবো আরেকটি সেজদা দিব উঠে বসবো। তাশাহুদ পাঠ করবো >দরুদ শরীফ পাঠ করব> ছানা পাঠ করব ডানদিকে আসসালামু আলাইকুম  রাহমাতুল্লাহ বাম দিকে সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে সালাম ফিরাবো।

আসর ৪ রাকাত ফরজ  নামাজ পড়ার নিয়ম

প্রথমে পাক ও পবিত্র অবস্থায় জায়নামাজে দাঁড়িয়ে চার রাকাত আছররের নামাজের নিয়ত করবে।

প্রথম রাকাত:

এরপর তাকবীরে তাহরিমা বাধার জন্য আল্লাহু আকবার বলে দুই হাত কানের লতি বরাবর হাত উঠাবো এরপর ছেলেরা নাভির উপর ও মেয়েরা বুকের উপর হাত বাঁধবে। এরপর সানা পড়বে।  এরপর ছামি আল্লাহু হুলিমান হামিদা’রাব্বানা লাকাল হামদ” এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবে।


সিজদার তাসবি:
বাংলা উচ্চারণ: সুবহানা রাব্বিয়াল আলা। কমপক্ষে ৩ বার পাঠ করবে সাতবার ২১ বার যত বেশি পারা যায় পাঠ করবো। এরপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে বসব এরপর আল্লাহু আকবার বলে আবার সেজদায় যাব। সিজদা শেষ হলে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবো। হাত বাঁধবো

দ্বিতীয় রাকাত:
এরপর দ্বিতীয় রাকাতে আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুরা ফাতেহা এবং তার সাথে আরেকটি সূরা মিলাবো। সূরা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবো রুকুর তাসবীহগুলি পাঠ করব রুকুর তাজবীদ শেষ হলে। সামি আল্লাহ হুলিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো, আল্লাহু আকবার বলে সিজদায় যাব । সিজদা তাসবীহগুলি পাঠ করব। দুইটি সিজদা দেওয়া হলে উঠে বসবো ও তাশাহুদ পাঠ করবো । তাশাহুদ পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে।

তৃতীয় রাকাত
আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করব সূরা ফাতিহার শেষ হলে । আল্লাহু আকবার বলে রুকু তে যাব রুকুর তাসবিহ পাঠ করবো । তাজবীদ শেষ হলে, সামি আল্লাহু   ‍হুলিমাণ হামিদা> রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো।
আল্লাহু আকবার বলে সিজদায় যাব সিজদা তসবি পাঠ করব। সিজদার তাজবি শেষ হলে আল্লাহু আকবার বলে উঠে বসবো আবার আরেকটি সেজদা দিব সিজদা শেষ হলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবো।

চতুর্থ রাকাত
 আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করব । সূরা ফাতিহা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকু করব রুকুর তাসবিহ শেষ হলে সামি আল্লাহ হুলিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো> আল্লাহু আকবার বলে সিজদায় যাব সিজদার তাসবি শেষ হলে, আল্লাহু আকবার বলে উঠে বসবো আরেকটি সেজদা দিব উঠে বসবো। তাশাহুদ পাঠ করবো >দরুদ শরীফ পাঠ করবে> দোয়ায়ে মাসুর াপাঠ করব ডানদিকে আসসালামু আলাইকুম  রাহমাতুল্লাহ বাম দিকে সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে সালাম ফিরাবো।


মাগরিব ৩রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ম


প্রথম রাখা
নামাজ পড়ার জন্য জায়নামাজে দাঁড়িয়ে মনে মনে ৩ রাকাত মাগরিব নামাজের নিয়ত করবে।
তাকবীরে তাহরিমা বাধার জন্য। আল্লাহু আকবার বলে দুই হাত কানের লতি বরাবর উঠিয়ে ছেলেরা নাভির উপর ও মেয়েরা নাভির নিচে হাত বাঁধবে। ছানা শেষে আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে এবং তার সাথে একটি সূরা মিলিয়ে পড়তে হবে।
 পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। রুকুতে গিয়ে তাসবি: বাংলা উচ্চারণ” সুবহানা রাব্বিয়াল আযিম । কমপক্ষে তিনবার সাতবার পাঠ করবে। যত বেশি পারা যায় ততো বার পাঠ করবো। এরপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে বসব এরপর আল্লাহু আকবার বলে আবার সেজদায় যাব। সিজদা শেষ হলে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবো। হাত বাঁধবো


দ্বিতীয় রাকাত
এরপর দ্বিতীয় রাকাতে আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুরা ফাতেহা এবং তার সাথে আরেকটি সূরা মিলাবো। সূরা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবো রুকুর তাসবীহগুলি পাঠ করব রুকুর তাজবীদ শেষ হলে। সামি আল্লাহ হুলিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো, আল্লাহু আকবার বলে সিজদায় যাব । সিজদা তাসবীহগুলি পাঠ করব। দুইটি সিজদা দেওয়া হলে উঠে বসবো ও তাশাহুদ পাঠ করবো। তাশাহুদ পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবো।

তৃতীয় রাকাত:
আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করব সূরা ফাতিহা শেষ হলে আরেকটি সূরা মিলাবো এরপর রুকু করব রুকু শেষ হলে সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবো আল্লাহু আকবার বলে সিজদায় যাব সিজদার তাজবি শেষ হলে উঠে বসবো। তাশাহুদ> দরুদ শরীফ দোয়ায়ে মাসুরা পাঠ করবো। শেষ হলে ডান দিকে আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বামদিকে আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নামাজ শেষ করব।

এশার ৪ রাকাত নামাজ পড়ার নিয়ম

প্রথমে পাক ও পবিত্র অবস্থায় জায়নামাজে দাঁড়িয়ে চার রাকাত আছররের নামাজের নিয়ত করবে।

প্রথম রাকাত:

এরপর তাকবীরে তাহরিমা বাধার জন্য আল্লাহু আকবার বলে দুই হাত কানের লতি বরাবর হাত উঠাবো এরপর ছেলেরা নাভির উপর ও মেয়েরা বুকের উপর হাত বাঁধবে। এরপর সানা পড়বে।  এরপর ছামি আল্লাহু হুলিমান হামিদা’রাব্বানা লাকাল হামদ” এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবে।


সিজদার তাসবি:
বাংলা উচ্চারণ: সুবহানা রাব্বিয়াল আলা। কমপক্ষে ৩ বার পাঠ করবে সাতবার ২১ বার যত বেশি পারা যায় পাঠ করবো। এরপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে বসব এরপর আল্লাহু আকবার বলে আবার সেজদায় যাব। সিজদা শেষ হলে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবো। হাত বাঁধবো

দ্বিতীয় রাকাত:
এরপর দ্বিতীয় রাকাতে আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুরা ফাতেহা এবং তার সাথে আরেকটি সূরা মিলাবো। সূরা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবো রুকুর তাসবীহগুলি পাঠ করব রুকুর তাজবীদ শেষ হলে। সামি আল্লাহ হুলিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো, আল্লাহু আকবার বলে সিজদায় যাব । সিজদা তাসবীহগুলি পাঠ করব। দুইটি সিজদা দেওয়া হলে উঠে বসবো ও তাশাহুদ পাঠ করবো । তাশাহুদ পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে।

তৃতীয় রাকাত
আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করব সূরা ফাতিহার শেষ হলে । আল্লাহু আকবার বলে রুকু তে যাব রুকুর তাসবিহ পাঠ করবো । তাজবীদ শেষ হলে, সামি আল্লাহু   ‍হুলিমাণ হামিদা> রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো।
আল্লাহু আকবার বলে সিজদায় যাব সিজদা তসবি পাঠ করব। সিজদার তাজবি শেষ হলে আল্লাহু আকবার বলে উঠে বসবো আবার আরেকটি সেজদা দিব সিজদা শেষ হলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবো।

চতুর্থ রাকাত
 আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করব । সূরা ফাতিহা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকু করব রুকুর তাসবিহ শেষ হলে সামি আল্লাহ হুলিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো> আল্লাহু আকবার বলে সিজদায় যাব সিজদার তাসবি শেষ হলে, আল্লাহু আকবার বলে উঠে বসবো আরেকটি সেজদা দিব উঠে বসবো। তাশাহুদ পাঠ করবো >দরুদ শরীফ পাঠ করবে> দোয়ায়ে মাসুর াপাঠ করবো ডানদিকে আসসালামু আলাইকুম  রাহমাতুল্লাহ বাম দিকে সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে সালাম ফিরাবো।

সুন্নত ৪ রাকাত  নামাজ পড়ার নিয়ম


প্রথম রাকাত:
আপনাকে প্রথমে সুন্নত  ৪ রাকাত নামাজের নিয়ত করতে হবে তারপর আল্লাহু আকবার বলে। দুই কানের লতি বরাবর হাত উঠাতে হবে ছেলেরা নাভির নিচে ও মেয়েরা বুকের উপর হাত বাঁধবে এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে ছানা পাঠ করবে।  ছানা:ছানা শেষ হলে সূরা ফাতিহা ও একটি সূরা মিলাবো সূরা পড়া শেষ হলে। আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুতে গিয়ে সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম কমপক্ষে তিনবার পাঠ করবো পড়া শেষ হলে সামি আল্লাহ হুলিমান হামিদা> রাব্বানা লাকাল হাম বলে রুকু থেকে উঠবো  >
আল্লাহু আকবার বলে সেজদায় যাব> সেজদায় গিয়ে সুবাহানাল্লাহ রাব্বিয়াল আলা কমপক্ষে ৩ বার সাতবার ২১ বার যত বেশি পাঠ করা যায় পরবো । এরপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে বসব এরপর আল্লাহু আকবার বলে আবার সেজদায় যাব। সিজদা শেষ হলে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবো। হাত বাঁধবো

দ্বিতীয় রাকাত
এরপর দ্বিতীয় রাকাতে আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুরা ফাতেহা এবং তার সাথে আরেকটি সূরা মিলাবো। সূরা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবো রুকুর তাসবীহগুলি পাঠ করব রুকুর তাজবীদ শেষ হলে। সামি আল্লাহ হুলিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো, আল্লাহু আকবার বলে সিজদায় যাব । সিজদা তাসবীহগুলি পাঠ করব। দুইটি সিজদা দেওয়া হলে উঠে বসবো ও তাশাহুদ পাঠ করবো। তাশাহুদ শেষ হলে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবো ।
তৃতীয় রাকাত
আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে  সূরা ফাতিহা পাঠ করব >অর  একটি সুরা মিলাব । আল্লাহু আকবার বলে রুকু তে যাব রুকুর তাসবিহ পাঠ করবো । তাজবীদ শেষ হলে, সামি আল্লাহু   ‍হুলিমাণ হামিদা> রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো।আল্লাহু আকবার বলে সিজদায় যাব সিজদা তসবি পাঠ করব। সিজদার তাজবি শেষ হলে আল্লাহু আকবার বলে উঠে বসবো আবার আরেকটি সেজদা দিব সিজদা শেষ হলে
 আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবো।

চতুর্থ রাকাত
 আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করব ।সূরা ফাতিহা শেষ হলে  >অর  একটি সুরা মিলাব । আল্লাহু আকবার বলে রুকু করব রুকুর তাসবিহ শেষ হলে সামি আল্লাহ হুলিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো> আল্লাহু আকবার বলে সিজদায় যাব সিজদার তাসবি শেষ হলে, আল্লাহু আকবার বলে উঠে বসবো আরেকটি সেজদা দিব উঠে বসবো। তাশাহুদ পাঠ করবো >দরুদ শরীফ পাঠ করব> দোয়ায়ে মাসুরা পাঠ করব ডানদিকে আসসালামু আলাইকুম  রাহমাতুল্লাহ বাম দিকে সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে সালাম ফিরাবো।

সুন্নত২ রাকাত  নামাজ পড়ার নিয়ম


প্রথম রাকাত
প্রথমে পাক ও পবিত্র অবস্থায় জায়নামাজে দাঁড়িয়ে ২রাকাত সুন্নত নামাজের নিয়ত করবে।
এরপর তাকবীরে তাহরিমা বাধার জন্য আল্লাহু আকবার বলে দুই হাত কানের লতি বরাবর  দু্ই হাত উঠাবো এরপর ছেলেরা নাভির উপর ও মেয়েরা বুকের উপর হাত বাঁধবে। এরপর সানা পড়বো। ছানা পড়া শেষ হলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতেহা পাঠ করবো> সূরা ফাতিহা শেষ হলে আরেকটি সূরা মিলাবো

সূরা মিলানোর শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যাব রুকুতে গিয়ে সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম কমপক্ষে তিনবার পাঠ করবো এর বেশি যত পারা যায় পরবো । পড়া শেষ হলে ছামি আল্লাহু হুলিমান হামিদা’রাব্বানা লাকাল হামদ” এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবে। সিজদায় গিয়ে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা কমপক্ষে ৩ বার পরবো। এর অধিক যত পারা যায় পরবো পড়া শেষ হলে ।
এরপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে বসব এরপর আল্লাহু আকবার বলে আবার সেজদায় যাব। সিজদা শেষ হলে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবো। 

এরপর দ্বিতীয় রাকাতে
 আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুরা ফাতেহা এবং তার সাথে আরেকটি সূরা মিলাবো। সূরা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবো রুকুর তাসবীহগুলি পাঠ করব রুকুর তাজবীদ শেষ হলে। সামি আল্লাহ হুলিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো, আল্লাহু আকবার বলে সিজদায় যাব । সিজদা তাসবীহগুলি পাঠ করব। দুইটি সিজদা দেওয়া হলে উঠে বসবো।

এরপর তাশাহুদ পড়বো ও তাশাহুদ পাঠ করবো তাসাহুদ পড়া শেষ হলে, দুরুদ শরীফ পাঠ করবো> দরুদ শরীফ পড়া হলে> দোয়ায়ে মাসুরা পড়বে। এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবো> আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবে।

 নফল ২ রাকাত নামাজ পড়ার নিয়ম 


প্রথম রাকাত
প্রথমে পাক ও পবিত্র অবস্থায় জায়নামাজে দাঁড়িয়ে ২রাকাত সুন্নত নামাজের নিয়ত করবে।
এরপর তাকবীরে তাহরিমা বাধার জন্য আল্লাহু আকবার বলে দুই হাত কানের লতি বরাবর  দু্ই হাত উঠাবো এরপর ছেলেরা নাভির উপর ও মেয়েরা বুকের উপর হাত বাঁধবে। এরপর সানা পড়বো। ছানা পড়া শেষ হলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতেহা পাঠ করবো> সূরা ফাতিহা শেষ হলে আরেকটি সূরা মিলাবো।

সূরা মিলানোর শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যাব রুকুতে গিয়ে সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম কমপক্ষে তিনবার পাঠ করবো এর বেশি যত পারা যায় পরবো । পড়া শেষ হলে ছামি আল্লাহু হুলিমান হামিদা’রাব্বানা লাকাল হামদ” এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবে। সিজদায় গিয়ে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা কমপক্ষে ৩ বার পরবো। এর অধিক যত পারা যায় পরবো পড়া শেষ হলে ।
এরপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে বসব এরপর আল্লাহু আকবার বলে আবার সেজদায় যাব। সিজদা শেষ হলে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবো। 

এরপর দ্বিতীয় রাকাতে
 আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুরা ফাতেহা এবং তার সাথে আরেকটি সূরা মিলাবো। সূরা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবো রুকুর তাসবীহগুলি পাঠ করব রুকুর তাজবীদ শেষ হলে। সামি আল্লাহ হুলিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো, আল্লাহু আকবার বলে সিজদায় যাব । সিজদা তাসবীহগুলি পাঠ করব। দুইটি সিজদা দেওয়া হলে উঠে বসবো।

এরপর তাশাহুদ পড়বো ও তাশাহুদ পাঠ করবো তাসাহুদ পড়া শেষ হলে, দুরুদ শরীফ পাঠ করবো> দরুদ শরীফ পড়া হলে> দোয়ায়ে মাসুরা পড়বে। এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবো> আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবে।

 জানাজার নামাজ পড়ার নিয়মঃ


ইসলাম ধর্মে কোন ব্যক্তি মারা গেলে যেই নামাজ পড়া হয় তাকে জানাযার নামাজ বলে। এই নামাজ পড়ার জন্য একজন ইমামের নেতৃত্বে জানাজার নামাজ আদায় করা হয়। জানাযা নামাজে মোট ৪ তাকবীর রয়েছে। জানাজা নামাজে কোন রুকু সেজদা নেই এই নামাজটি সম্পূর্ণ দাঁড়িয়ে পড়তে হয়।

জানাজা নামাজ পড়ার জন্য আপনাকে প্রথমে পাক-পবিত্র অবস্থায় ইমামের পিছনে কাতারবদ্ধ অবস্থায় দাঁড়াতে হয়। মনে মনে এই নিয়ত করতে হয় যে আমি এই ঈমানের পিছনে চার তকবিরের সহিত জানাজা ফরজে কিফায়া নামাজ আদায় করতেছি। 

প্রথম তাকবীর>
ইমাম যখন আল্লাহু আকবার বলে হাত উঠাবে। তার সাথে সাথে আল্লাহু আকবার বলে দুই হাত কানের লতি বরাবর তুলতে হবে। তারপর ছানা পাঠ করবে>


বাংলা উচ্চারণ:! সুবাহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা’ওয়া তাবারাকসমুকা, ওয়া তা'আলা জাদুকা ওয়া লা ইলাহা গাইরুকা।’(তিরমিজি)

দ্বিতীয় তাকবীর> দরুদ শরীফ পড়বো। >


তৃতীয় তাকবীর> সূরা ইখলাসের সঙ্গে জানাজার দোয়া পড়বে>

জানাজার দোয়াঃ
বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মাগফিরলি হাইয়্যেনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িই বিনা ও ছাগিরিনা ও কাবি রিনা ও যাকারীনা ও উনছানা।   আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহহয়িহি আলাল ইসলামি ওযা মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফ ফাহু আলাল ইমান বিরাহমাতিকা ইয়া আর রহমানির রহিম।

চতুর্থ তাকবীর> বলা হলে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারকাতু> এবং বাম দিকে সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। এভাবে জানাজা নামাজ শেষ করব।

বিতির ৩ রাকাত নামাজ পড়ার নিয়ম 


নামাজ পড়ার জন্য আপনাকে প্রথমে পাক ও পবিত্র হতে হবে পবিত্র স্থান নির্ধারণ করতে হবে। বিতির নামাজ তিন রাকাত।

প্রথম রাকাত
আল্লাহু আকবার বলে দুই হাত কানের লতি বরাবর উঠাতে হবে। এরপর ছানা পড়তে হবে। ছানা পড়া শেষ হলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়তে হবে> সূরা ফাতিহা শেষ হলে আরেক একটি সূরা মিলাতে হবে সূরা মিলানোর শেষ হলে ।আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। রুকুর তাজবি পাঠ করতে হবে কমপক্ষে ৩ বার তাসবির শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদা> পরে রাব্বানা লাকালহামদ বলে দাঁড়াতে হবে।

এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আজিম কমপক্ষে তিনবার পাঠ করবে এরপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবে আর একটি সূরা মিলাবে পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রুকুতে যাবে রুকুর তাসবীহ পাঠ করবে সামি আল্লাহ হুলিমান হামিদা> রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবে।

আল্লাহু আকবার বলে সেজদায় যাবে সিজদা তাসবিহ পাঠ করবে, আবার আল্লাহু আকবার বলে উঠে বসবে আর একটি সিজদা দিবে সিজদার তসবি পাঠ করবে কমপক্ষে তিনবার পড়া শেষ হলে উঠে বসবে আত্তাহিয়াতু পড়বে পড়া শেষ হলে>

 আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবে আরেকটি সূরা মিলাবেন সূরা মিলানোর শেষ হলে আল্লাহু আকবার বলে দুই হাত কানের লতি বরাবর উঠাবে উঠানোর পর দুই হাত নাভির উপরে ছেলেরা বুকের উপর মেয়েরা বাধবেএর পর দোয়ায়ে কুনুত পড়তে হবে পড়া শেষ হলে>

আল্লাহু আকবার বলে সিজদায় যাবে সিজদার তাজবি পাঠ করবে> আল্লাহু আকবার বলে উঠে বসবে। আবার আল্লাহু আকবার বলে সেজদায় যাবে সিজদা তাসবীহ পাঠ করা হলে আল্লাহু আকবার বলে উঠে বসবে  । এরপর আত্তাহিয়াতু পাঠ করবেন> দরুদ শরীফ পাঠ করবে> দোয়ায়ে মাসুরা পাঠ করবে। পড়া শেষ হলে ডান দিকে আসালামুআলাইকুম রাহমাতুল্লাহ ও বামদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।এভাবে নামাজ বিতির শেষ করবো।


তাহাজ্জুদ ২ রাকাত নামাজ পড়ার নিয়ম


তাহাজ্জুদ নামাজ দুই রাকাত> কোন ওলামায়ে কেরামগণ বলেন চার রাকাত তবে আমি যেটা সুনেছি দুই রাকাত । তাই আমি আপনাদের কে দুই রাকাতের পড়ার নিয়ম জানাবো।

প্রথম রাকাত
পবিত্র হয়ে জায়নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ দুই রাকাত নামাজের নিয়ত করতে হবে এরপর>
আল্লাহু আকবার বলে দুই হাত কানের লতি বরাবর উঠাবে এরপর আউযুবিল্লাহ সহ সূরা ফাতিহা ও একটি সূরা মিলাবে সূরা মিলানোর শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে রুকুর তাজবীহ পাঠ করবে রুকুর তাসবিহ পড়া হলে সামি আল্লাহ হুলিমান হামিদা > রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো
এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবে সিজদার তাজবীদ শেষ হলে আল্লাহু আকবার বলে উঠে বসবে। আল্লাহু আকবার বলে সিজদাহ যাবে। সিজদা তাসবি পাঠ করবে তিনবার সাতবার দশবার যত পারা যায়। এরপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবো।

দ্বিতীয় রাকাত
 আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবে আর একটি সূরা মিলাবে সূরা মিলানোর শেষ হলে > আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, রুকুর তাসবিহ পাঠ করবো।রুকুর তাসবিহ শেষ হলে সামি আল্লাহ হুলিমান হামিদা> রাব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবো এরপর আল্লাহু আকবার বলে

 সেজদায় যাবে সিজদা তাসবীহ পাঠ করবে আল্লাহু আকবার বলে উঠে বসবো। আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবো সিজদার তাজবি শেষ করে উঠে বসবে । আত্তাহিয়াতু পাঠ করবে> দুরুদ শরীফ পাঠ করবে> দোয়ায়ে মাসুরা পাঠ করবে শেষ হলে। ডানদিকে সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লা হি ওয়াবারাকাতুহু , ও বামদিকে সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বলে নামাজ শেষ করবে।

আমার এই পোস্টের মধ্যে কোন জায়গায় ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । ধন্যবাদ 



















এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url