ভালো মৃত্যুর আলামত সম্পর্কে
প্রত্যেক বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে যতই চেষ্টা করুক না কেন মৃত্যু থেকে সে কখনোই বাঁচতে পারবে না, মানুষের মৃত্যু দেখে হাদিস অনুযায়ী বুঝা যায় যে মৃত্যু তার জন্য সুসংবাদ বয়ে আনবে। নাকি তার জন্য দুঃসংবাদ বয়ে আনবে।
আলামত নাম্বারঃ-
১ নাম্বার ঃ কোন ঈমানদার ব্যাক্তি যখন লা ইলাহা
ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায় আল্লাহর নবী বলেন এটা ভালো মৃত্যুর আলামত মরার পর
তার ঠিকানা জান্নাত। (আবু দাউদ ৩১১৬)
২ নাম্বারঃ- কোন ঈমানদার মারা জাওয়ার সময় যদি দেখো তার কপালটা ঘামাইয়া যায় তাহলে বুঝবা তার মরণটা সুন্দর। (নাসায়ি ১৮২৮)
৩ নাম্বারঃ- কোন ঈমানদার ব্যক্তি জুমার দিনে অথবা রাতে মারা যায়। আল্লাহর নবী (সা.) বলেন আশা করা যায় আল্লাহ তার কবর আজাব মাফ করবেন।( তিরমিজি ১০৭৪ হাদিস)
৪। শহীদের সংখ্যা
১। যদি কোন ঈমানদার ব্যক্তি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে সে শহীদ। ( মুসলিম ৪৮৩৫)
২।যদি কোন ঈমানদার ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হইছে সে জায়গায় না পৌঁছার আগে মারা গেলেসে শহীদ।
৩। কোন ঈমানদার ব্যক্তি যদি মহামারীতে মারা যায় তাহলে সে শহীদ।
যেমন-( করোনা ভাইরাল, প্লেগ রোগ ,ডায়রিয়া , কলেরা, ইত্যাদি হতে পারে )
(তিরমিজি ১০৭৪)
৪। কোন ঈমানদার ব্যক্তি যদি পেটের রোগে মারা যায় তাহলে সে শহীদ। মুসলিম
৫। কোন ঈমানদার ব্যক্তি যদি দেওয়াল ধষে অথবা গাছ পড়ে মারা যায় তাহলে সে শহী। (বুখারী শরীফ৬৫২)
৬। কোন ঈমানদার মহিলা যদি পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা যায়, অথবা বাচ্চার জন্মের সময় মারা যায় তাহলে সে শহীদ।(ইবনে মাজাহ ২৮০৩)
৭। কোন ঈমানদার ব্যক্তি যদি বিষফোরা হয়ে মারা যায় তাহলে সে শহীদ।
৮। কোন ঈমানদার ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায় তাহলে সে শহীদ।
( বুখারী হা:২৮৪০)
৯। কোন ঈমানদার ব্যক্তি যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে
সে শহীদ।
১০। কোন ঈমানদার ব্যক্তি যদি নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে ও শহীদ।
১১। কোন ঈমানদার ব্যক্তি যদি ইসলাম রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে সে শহীদ। (নাসায়ি হাদিসনাং =৪০৯৫ )
১২। কোন ঈমানদার ব্যক্তি যদি নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে মারা যায় তাহলে
সে শহীদ। (নাসায়ি হাদিসনাং =৪০৯৫ )
১৩। কোন ঈমানদার ব্যক্তি যদি জুলুম বাধা দিতে গিয়ে মারা যায়
তাহলে সে শহীদ।( নাসায়ি শরীফ হাদিস নাং=৪০৪৬)
১৪। কোন ঈমানদার ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া অবস্থায় মারা যায় তাহলে সে শহীদ। ( তিরমিজি হাদিস নাং১৬৬৫)
১৫। কোন ঈমানদার ব্যক্তি যদি দান অথবা সদকা করার একটু পরে মারা যায় তাহলে সে শহীদ। ( মুসনাদে আহমদ হাদিস নং=২৩৩৭২ )
কেউ যদি নকল রোজা রাখা অবস্থায় মারা যায় তাহলে সে শহীদ
আরো পড়ুনঃ
ভালো মৃত্যুর জন্য করণীয়ঃ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url