আকন্দ পাতার উপকারিতা ও অপকারিতা

 

প্রাচীনকাল থেকেই আমাদের দেশ ও গ্রামে আকন্দ পাতার ব্যবহার হয়ে আসছে। গ্রাম বাংলা মানুষের কাছে এই গাছটি একটি ঔষধি গাছ হিসেবে পরিচিতি লাভ করেছে । আকন্দ পাতার ও গাছের সবকিছুতেই রয়েছে বিভিন্ন ওষুধের গুনাগুন।

আকন্দ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি শ্বেত আকন্দ উন্নটি বেগুনি আকন্দ তবে সব গাছের ফুল ও ফল একই রকম।ঘরোয়া চিকিৎসা হিসেবে আমরা এই আকন্দ পাতা ও গাছের ব্যবহার করে থাকে চলুন তাহলে জেনে নেই কি সেই উপকারিতা ও অপকারিতা

পোস্ট সূচীপত্র আকন্দ পাতার উপকারিতা

ব্যথা ফোলা দূর করে


ব্যথা বা ফুলা বা দুর করে

শরীরের কোন জায়গায় ব্যথা পেলে সেই অংশে আকন্দ পাতার রস করে ব্যথার জায়গায় লাগিয়ে দিলে ব্যাথা থেকে মুক্তি পাওয়া যায়। শরীরের কোন অংশে ব্যথা পেয়ে ফুলে গেলে আকন্দ পাতা বেটে লাগিয়ে দিলে ফুলা কমে যায়।


জ্বর অথবা বাতজ্বর উপশম কমায়

বিশেষ করে জ্বর বা বাজারের ক্ষেত্রে আকন্দ পাতা ব্যবহারের উপকার পাওয়া যায় পাতার রস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং শরীরকে সজীবতা আনে। আকুন্দ পাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে গা বসলে শরীর ঠান্ডা হয় এবং জ্বর কমে যায়।

দাঁতের ও মারির ব্যথা দূর করে

আকন্দ পাতার রস  করে নিয়মিত সপ্তাহে দুই তিনবার দাঁতের গোড়ায় লাগালে দাঁতের ব্যথা ও মারীর ব্যথা ভালো হয়। মারীর ইনফেকশন থাকলে অনেকটা কমে যায়। আকন্দ পাতা পুড়িয়ে ছাই করে ব্রাশ করলে দাঁতের কালো দাগ কমে যায় । আকন্দ পাতার রস দিয়ে কুলি করলে মারির ইনফেকশন দূর হয়। তবে বেশি ব্যবহার করলে ক্ষতি হতে পারে তাই সপ্তাহে দুই একবার ব্যবহার করা যেতে পারে।

ত্বকের সমস্যা দূর করে

ত্বকের নানা সমস্যার সহজ ও প্রাকৃতিক সমাধান হতে পারে আকন্দ পাতা একজিমা দাঁদ, চুলকানি শরীয়াসিস ইত্যাদি চর্ম রোগের এই পাতা অত্যন্ত উপকারী। কথাটি কে থেঁতো করে আক্রান্ত স্থানে সরাসরি প্রয়োগ করলে জীবাণু ধ্বংস হয় ও প্রদাহ কমে যায়। অনেক সময় নারিকেল তেল হলুদ আকন্দ পাতার টেস্ট মিশিয়ে নিয়মিত ব্যবহারে ত্বক পরিষ্কার হয় চুলকানি কমে যায় তবে সংবেদনশীল ত্বকে আগে  টেস্ট করা জরুরী।

চুলের যত্ন ও মাথার খুশকি দূর হয়

আকন্দ পাতার রস চুলের গোড়ায় ব্যবহার করলে চুল পড়া কমে যায় এবং খুশকি দূর হয় পাতাটিতে থাকা প্রাকৃতিক এন্টি ফাংগাল উপাদান মাথার ত্বকে জমে থাকা ছত্রাক ধ্বংস করে , যা খুশকির অন্যতম কারণ। তবে সপ্তাহে দুই একবার পাতা পিছে তা নারিকেলের সঙ্গে মিশিয়ে মাথায় লাগালে চুল ঘন মজবুত হয়। এতে করে মাথার উকুনো দূর হয়।

বিষাক্ত পোকামাকড়ের কামড়ে আরাম দেয়

বিষাক্ত কোন পোকা কামড় দিলে আকন্দ পাতা ব্যবহার করলে সঙ্গে সঙ্গে আরাম হতে পারে। পাতার রস বিষক্রিয়া রোধে সাহায্য করে এবং ব্যথা ও জ্বালাপোড়া কমায় এই কারণে গ্রামের অনেকেই ঘরে পিছনে আকন্দ গাছ লাগিয়ে রাখেন যাতে প্রয়োজন পড়লে দ্রুত ব্যবহার করা যায়। কামড় দেওয়া স্থানে এ পাতার রস থেত করে আক্রান্ত স্থানে লাগালে উপকার পাওয়া যায়।

শ্বাসকষ্ট ও কাশি দূর হয়

আকন্দ পাতার রস ফুসফুস পরিষ্কার করে এবং শ্বাসনালী কে উন্মুক্ত রাখে। এটি শ্বাসকষ্ট ও হাঁপানি দীর্ঘমেয়াদি কাশির জন্য কার্যকর একটি উপাদান। পাতাটি পুড়িয়ে ধোয়া নিলে বায়ের রস গরম করে মধুর সঙ্গে মিশিয়ে খেলে খুব সহজে বেরিয়ে যায় এবং বুকে জমে থাকা স্লোমা পরিষ্কার হয়। হাঁপানি রোগীদের জন্য আকন্দ পাতা অনেকটা স্বস্তিদায়ক ওষুধ হিসেবে কাজ করে। তবে দীর্ঘদিন ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আকন্দ পাতার অপকারিতা সম্পর্কে

আকন্দ পাতা প্রাকৃতিক হলেও এতে লাক্ট জাতীয় এক ধরনের দুধ থাকে যা ত্বকে বা চোখে বা মুখে পড়লে জ্বালাপোড়া ও এলার্জির সৃষ্টি করতে পারে তাই কখনো আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ব্যবহার বিপজ্জনক হতে পারে।

শেষ কথা

 আকন্দ পাতা এটি একটি বিস্ময়কর প্রাকৃতিক উপাদান, যার ভেজো স ও গুণ আমাদেরকে অনেক ঘরোয়া সমস্যা সমাধান করতে পারে তবে এর বিষাক্ত অংশ এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন না থাকলে উপকারের বদলে অপকার হতে পারে। সঠিক নিয়মে পরিমিত ব্যবহারে এর চিকিৎসকের পরামর্শ নিয়ে আকন্দ পাতা হতে পারে আমাদের ঘরোয়া চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ।








এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url