ফেসবুক মনিটাইজেশনের শর্তগুলো কি কি
ফেসবুক মনিটাইজেশনে শর্ত গুলো সম্পর্কে
ফেসবুক কনটেন্ট মনিটাইজেশনের নতুন কিছু শর্ত এসেছে তার মধ্যে অন্যতম হলো ৬০০০০ মিনিট ওয়াচ টাইম ১০ হাজার ফলোয়ার বা আরো কিছু টুকটাক কাজ করলে অথবা কন্ডিশন ফুলফিল করলে আপনি মনিটাইজেশন পেয়ে যেতে পারেন।
কিন্তু এখন ফেসবুক কর্তৃপক্ষ এভাবে মনিটাইজেশন দিচ্ছে না। কারণ এখন নতুন আপডেট এসেছে। তাহলে কি কি শর্ত পূরণ করলে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দিতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানবো।
এর জন্য আপনি প্রথমে ফেসবুক পেজে চলে আসবে আসার পর প্রোফাইলে যে আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রোফাইল প্লাস নাম এটার উপর ক্লিক করবেন। তারপর আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড ওখানে ক্লিক করবেন, এরপর মেনু বারের উপরের দিকে হচ্ছে মনিটাইজেশন ওখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ওখান থেকে স্কল করে একটু নিচের দিকে আসবেন আসার পর ইনস্টিম এড নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করবেন। এরপর লান মোর ওখানে একটি ক্লিক করবেন। লাল মোড়ে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে । সেখান থেকে একটু স্কল করতে করতে নিচের দিকে আসবেন। ইয়াং মানি অন মাল্টি কন্টেন্ট ফরম্যাট জাস্ট সেখানে একটি ক্লিক করবেন, এরপর মিসকল করতে করতে নিচের দিকে আসবেন সেখানে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য বেশ কিছু শর্ত লিখে দিয়েছে।
১। ভিডিওর ক্ষেত্রে মিনিমাম ১৫ সেকেন্ডের উপরে হতে হবে।
২। আপনি যে ভিডিওগুলি ছাড়বেন এই ভিডিওগুলো যেন কোন প্রকার কপিরাইট না আসে যেমন অন্যের সাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি থাকা যাবে না। যদি থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না।
৩। ব্যান্ডেড কনটেন্ট অর্থাৎ আপনি যদি কোন ব্র্যান্ডের হয়ে কাজ করেন অথবা আপনি যদি কোন ব্র্যান্ডের কোন প্রকার প্রমোশন করেন আপনার পেইজে তাহলে আপনি পাবেন না। যেমন আপনি কোন একটি প্রোডাক্টের রিভিউ দিয়েছেন অথবা সেটি প্রচার করেছেন বিক্রির জন্য তাহলে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন না।
৪। এমন কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না যেগুলো ফেসবুক নেয় না বা মানে না ফেসবুক কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু গাইডলাইন আছে ।যেমন: এমন কোন একটা গালি দেন বা এডাল কোন একটা কথা আপনি বলেন বা এমন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন যেগুলো আসলে
কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাহিরে চলে যায় তখন কিন্তু তারা এটাকে ধরে ফেলবে অর্থাৎ ফেসবুকে রোবট আপনাকে ধরে ফেলবে মনিটাইজেসন দিবে না এক্ষেত্রে আপনাকে ফেসবুক সম্পর্কে আইডিয়া রাখতে হবে যে কোন কাজ করা যাবে আর কোন কাজ করা যাবে না এটা সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা থাকতে হবে।
৫।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url